নেদারল্যান্ডস নির্বাচন: সরকার গঠনে সংকটে কট্টরপন্থী ভিল্ডার্স

নেদারল্যান্ডসের উগ্র ডানপন্থী ও ঘোরতর ইসলাম বিদ্বেষী মনোভাব লালনকারী বিরোধী রাজনীতিক খেয়ার্ট ভিল্ডার্স কোয়ালিশন সরকার গঠনে আরেকবার ধাক্কা খেয়েছেন।ওয়াইল্ডার্সের ইসলাম-বিরোধী এবং ইইউ-বিরোধী ফ্রিডম পার্টি (পিভিভি) আপাতত কাজ চালিয়ে নেয়ার মতো একটি সরকার গঠনের সম্ভাবনা নিয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করতে তার নিয়োজিত ব্যক্তি সোমবার আকস্মিক পদত্যাগ করে ভিল্ডার্সকে এমন সংকটে ফেলে দিয়েছেন। 

এর আগে গত শুক্রবার গোম ফন স্ট্রিয়েনকে অন্যান্য দলের সঙ্গে আলোচনার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। পরে সোমবার এক বিবৃতিতে স্ট্রিয়েন বলেন, একটি প্রতারণা মামলা চলার খবর সপ্তাহান্তে প্রকাশিত হওয়ার পর এমন দায়িত্ব পালন আর তার সাথে বেমানানয়। 

স্ট্রিয়েন বলেন,‘দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি খেয়ার্ট ভিল্ডার্স এবং পার্লামেন্টের চেয়ারপারসনকে আমি অবহিত করেছি।’

এদিকে স্ট্রিয়েনের আকস্মিক এই পদত্যাগ ভিল্ডার্সের ফ্রিডম পার্টির জোট সরকার গঠনের জটিলতাকে আবারও সামনে এনেছে। 

সূত্র: রয়টার্স

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //